নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের গলাচিপা মোড়ে আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো ব ১১-০০৪৬) আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় এ ঘটনা ঘটে।
বাসের হেলপার ভুট্টো মিয়া বাংলানিউজকে বলেন, নারায়ণগঞ্জ থেকে কয়েকজন যাত্রী নিয়ে বাসটি ঢাকা যাচ্ছিলো। গলাচিপা মোড়ে পৌছালে ৭-৮ জন যুবক হঠাৎ লাঠিসোটা নিয়ে বাসটি আটক করে ভাঙচুর করে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বাস থেকে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি বলে জানান হেলপার ভুট্টো।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই বাসের বেশিরভাগ অংশ পুড়ে যায়।
নারায়ণগঞ্জ সদর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫