ঢাকা: আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে (ডিসিসি) অংশ নিচ্ছেন না জাসদ নেত্রী শিরীন আখতার। সংসদ সদস্য পদ ছেড়ে ‘নগর মাতা’ হওয়ার দৌঁড়ে শামিল হতে চান না তিনি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলানিউজকে তিনি এ কথা জানিয়েছেন।
শিরীন আখতার বলেন, দেশ-সেবার সুযোগ তো সংসদ সদস্য হিসেবে পাচ্ছি, তাই মেয়র পদে আর লড়তে চাই না।
তিনি বলেন, এর আগে ডিসিসি নির্বাচনে আগ্রহী ছিলাম। দেশের সেবা ও নারীদের উন্নয়নে কাজ করতে চেয়েছিলাম। এখন জাতীয় সংসদের সদস্য হয়ে তা করতে পারছি। সুতরাং নতুন করে আর নির্বাচনে যেয়ে কী লাভ?
‘সংসদ সদস্য পদ ছেড়ে ডিসিসি নির্বাচনে অংশ নিতে হবে। এর প্রয়োজন দেখছি না এ মুহূর্তে,’—যোগ করেন ফেনী-১ আসনের এমপি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার।
নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়েও কোনো মন্তব্য করেন নি এই নারীনেত্রী।
২৩ ফেব্রুয়ারি (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের প্রস্তাব অনুমোদন করেন।
এদিন সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বৈঠক শেষে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ডিসিসি নির্বাচন বিষয়ক ফাইল উত্থাপন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাতে সম্মতিসূচক স্বাক্ষর করেন। শুধু তাই নয়, দ্রুত এ নির্বাচন অনুষ্ঠানের নির্দেশও দেন তিনি।
এরপরই ঢাকা উত্তর ও দক্ষিণে ব্যবসায়ী নেতা আনিসুল হক এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকনকে ডেকে নিয়ে দলীয় সমর্থনের কথা জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫