ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় বিরোধের জেরে ৪০০ গাছ কর্তন!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
পুঠিয়ায় বিরোধের জেরে ৪০০ গাছ কর্তন!

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বারইপাড়া গ্রামের একটি বাগানের প্রায় ৪০০ কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

জমির মালিকানা দাবি করে প্রতিপক্ষরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ কাণ্ড ঘটান।

এ ব্যাপারে বিকেলে পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে জমিটি মালিক দাবিকারী শেফালি খাতুন বলেন, জমিটি তার বাবা ইয়াদ আলীর নামে ছিলো। তার মৃত্যুর পর ভাই-বোনদের বাটোয়ারির দলিলের মাধ্যমে এই অংশটি তিনি পেয়েছেন। দুই বছর ধরে জমিটি রুস্তম আলী নামের এক ব্যক্তির কাছে টেন্ডার দেওয়া ছিলো।

জমিতে রুস্তম আলী কলা গাছ চাষ করেন। কিন্তু ফল আসার আগ মুহূর্তে গাছগুলো কেটে ফেলায় বড় ধরণের ক্ষতির মুখে পড়েছেন তিনি।

 এলাকার মেজবাউল হক রনিসহ কয়েকজন যুবক হাসুয়া দিয়ে কুপিয়ে গাছগুলো কেটে ফেলে বলে অভিযোগ করেছেন শেফালি খাতুন।

তবে মেজবাউল হক রনি কলা গাছ কাটার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওরাই আমাদের ফাঁসানোর জন্য গাছ কেটেছে। অথচ জমির আসল মালিক আমার নানা ইদ্রিস খলিফা। ইয়াদ আলী জাল দলিল করে জমিটি দখল করে। পরে প্রায় ৪০ বছর এই জমির খারিজ বন্ধ ছিলো। ’

সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া থানার (ওসি তদন্ত) হাফিজুর রহমান জানান, তিনি বাইরে আছেন। এ ব্যাপারে অভিযোগ আসলে তদন্ত করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।