বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্তপথে ভারতে পাচারের সময় বাংলাদেশি ১ টাকার ৮,৯২০ কয়েনসহ শিরিনা আক্তার(৩৭) নামে এক নারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
শনিবার(২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বেনাপোলের পুটখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে জানান, কয়েনগুলো ভারতে পাচারের চেষ্টাকালে বিজিবি সদস্যরা তাকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫