বেনাপোল (যশোর): যশোরের শার্শায় খায়রুল ইসলাম (৩০) নামে এক গরু ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ছয় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সেতা-আমলা গ্রামে এ ঘটনা ঘটে।
খায়রুল উপজেলার দীন বারপোতা গ্রামের আবু ছিদ্দিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সাতমাইল পশুহাটে গরু বিক্রি করে সন্ধ্যায় সাড়ে ৬ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন খায়রুল। উপজেলার সাতমাইল গোগা রাস্তার সেতাই আমলা এলাকায় দু’টি মোটরসাইকেলে করে চার জন দুর্বৃত্ত তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় বাধা দিলে দুর্বৃত্তরা তার পায়ে গুলি করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে, তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে স্থানীয় লোকজন।
বাগআঁচড়া সাতমাইল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫