নারায়ণগঞ্জ: সেনা সদস্যের পরিচয়ে প্রতারণার অভিযোগে মেহেদী হাসান (৫০) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে শহরের ফলপট্টি রেললাইন এলাকায় স্থানীয়রা তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
আটককৃত মেহেদী হাসান জামালপুর জেলার পাঁচ পহেলা এলাকার জাহের মন্ডলের ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, প্রতারক মেহেদী হাসান নিজেকে সাবেক সেনা কর্মকতা পরিচয় দিয়ে কয়েক বছর আগে জামালপুরের রোজিনা আক্তার নামে এক নারীকে চাকরি দেওয়ার কথা বলে সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়।
ওই ঘটনার পর থেকে তার ব্যবহারকৃত মোবাইল ফোন বন্ধ করে ঢাকা ও নারায়ণগঞ্জ বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিল। শনিবার দুপুরে শহরে দেখতে পেয়ে প্রতারণার শিকার লোকজন তাকে গনপিটুনি দেয়।
বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫