ঢাকা: রোববার (০১ মার্চ) ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিতীয় দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকে দু’দেশের সম্পর্কের পাশাপাশি মানবাধিকার বিষয়েও আলোচনা হবে।
এছাড়া সফরে সুইজারল্যান্ডের পক্ষ থেকে নবায়নযোগ্য জ্বালানির বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের হালনাগাদ তথ্য পর্যালোচনা করার পাশাপাশি ভবিষ্যত সম্পর্কে দু’শের অর্থনৈতিক, বিনিয়োগ, উন্নয়ন এবং সাংস্কৃতিক সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা হবে বৈঠকে।
এতে বাংলাদেশের প্রতিনিধি দলের সভাপতিত্ব করবেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব (দ্বিপাক্ষিক) মিজানুর রহমান। আর সুইজারল্যান্ডের প্রতিনিধি দলের পক্ষে সভাপতিত্ব করবেন দেশটির পররাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিব পদমর্যাদার অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি জোহানস ম্যাটিয়াসি।
এ লক্ষ্যে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে সুইজারল্যান্ডের প্রতিনিধি দল।
এরই মধ্যে অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি জোহানস ম্যাটিয়াসি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকসহ সুশীল সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
বাংলাদেশ সফরে জোহানস ম্যাটিয়াসি সুইস সরকারের যৌথ অর্থায়নে নেওয়া বড়গুনায় ‘কমিউনিটি বেজ ক্লাইমেট অ্যাডাপটেশন বাই কোস্টাল অ্যাফোরেস্টেশন’ প্রকল্প পরিদর্শন করবেন।
বৈঠকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুগুলোতে বাংলাদেশ ও সুইজারল্যান্ড কিভাবে একসঙ্গে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা হবে। চার দিনের
সফর শেষে প্রতিনিধি দলটির সোমবার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫