ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পাহাড়িকা ট্রেনে পেট্টোল বোমা, মা-মেয়েসহ দগ্ধ ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
পাহাড়িকা ট্রেনে পেট্টোল বোমা, মা-মেয়েসহ দগ্ধ ৩ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার স্টেশনের কাছে সিলেটগামী পাহাড়িকা ট্রেনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় মা-মেয়েসহ তিনজন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা-সিলেট রেলপথের শাহজিবাজার স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।


 
দগ্ধরা হলেন- মাধবপুর উপজেলার হরষপুর গ্রামের মোহন রোদ্রের ছেলে মাধব রোদ্র (৩০), হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামের কেসলি মিয়ার স্ত্রী মায়া বেগম (৪৫) ও তার মেয়ে আমেনা বেগম (২২)।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান- পাহাড়িকা ট্রেনটি চট্রগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে আসছিল। রাত ৯টায় ট্রেনটি শাহজিবাজার স্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে দুর্বৃত্তরা ট্রেনটিতে পেট্রোল বোমা ছোড়ে। এতে মা-মেয়েসহ ট্রেনের তিন যাত্রী দগ্ধ হন।

শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দগ্ধদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।