যশোর: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস লক্ষ্য করে বোতল ভর্তি দাহ্য পদার্থ নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বেতারের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আতঙ্কে বাস থেকে লাফ দিয়ে নামতে গিয়ে বিজন গাইন (২৫) নামে এক যুবকসহ তিনজন আহত হয়েছেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো গ ১১-০৮২৬) বাসটি নওয়াপাড়া বেতার কেন্দ্রের সামনে পৌঁছলে, বাসটি লক্ষ্য করে কেরোসিন জাতীয় পদার্থ সম্বলিত একটি বোতল ছুড়ে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে তিনজন আহত হন।
বিষয়টি তদন্ত কর হচ্ছে। এছাড়া এ ঘটনায় আহত একজনকে খুলনায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার আমিনুর ইসলাম বাংলানিউজকে বলেন, বিজন গাইনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ও রক্তপাত হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫