ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নদীদূষণ রোধে ব্যবস্থা না নিলে পদযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
নদীদূষণ রোধে ব্যবস্থা না নিলে পদযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর ছোট যমুনা নদীর দূষণ প্রতিরোধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে একুশে উদযাপন পরিষদ। অন্যথায় নওগাঁ থেকে জয়পুরহাট সুগারমিল অভিমুখে লং মার্চ নিয়ে পদযাত্রাসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে ঘণ্টাব্যাপী নওগাঁ শহরের ব্রিজের মোড়ে অনুষ্ঠিত একুশে উদযাপনের মানববন্ধন থেকে সংগঠনের নেতারা এ হুঁশিয়ারি দেন।

পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারীর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে নওগাঁ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি ওহিদুর রহমান, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী গুরুদাস দত্ত, ডা. ময়নুল হক দুলদুল, একুশের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, উপদেষ্টা আরব আলী প্রমুখ।

বক্তারা ছোট যমুনা নদী দূষণের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত বর্জ্যমুক্ত করার দাবি জানান।

তারা বলেন, জয়পুরহাট সুগার মিল কর্তৃপক্ষ তাদের মিলের বিষাক্ত বর্জ্য প্রতিবছরই এ ছোট যমুনা নদীর পানিতে ফেলে। এতে পানি দূষিত হয়ে ধ্বংস হয় নদীর মাছ ও জলজ প্রাণি।

সপ্তাহ খানেক আগে আবারো এ নদীতে সুগার মিলের বর্জ ফেলা হয়। এতে নদীর প্রায় ৫০ কিলোমিটার এলাকা দ্রুত দূষিত হয়ে মারা গেছে মাছ ও অন্যান্য জলজ প্রাণি।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।