সিলেট: সিলেটে পৃথকভাবে একটি ফিলিং স্টেশনে ককটেল ও একটি কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর মিরাবাজার এলাকায় বিরতি সিএনজি ফিলিং স্টেশনে ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি মোটরসাইকেলযোগে ছয় ব্যক্তি ফিলিং স্টেশনের সিএনজি ফিলিং মেশিন লক্ষ্য করে পরপর ৩টি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। এসময় সেখানে আগুন ধরে গেলে দ্রুত মেশিন ও গ্যাস বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়। ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় ফিলিং স্টেশনটি।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ফিলিং স্টেশন লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, রাত ১০টার দিকে বিমানবন্দর সড়ক সংলগ্ন লিচুবাগান এলাকায় বেসরকারি কোম্পানির একটি পণ্যবাহী কাভার্ডভ্যান (চট্টমেট্রো উ ১১-০৩৯০) লক্ষ্য করে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
পেট্রোলবোমার আঘাতে গাড়িটির সামনের গ্লাস পুরো ভেঙে গেলেও, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। এছাড়া এ ঘটনায় কেউ হতাহত হননি।
ভ্যানের চালক নূরন্নবী জানান- মোটরসাইকেল আরোহী ৪/৫ জন যুবক হঠাৎ করে ভ্যানের দিকে পেট্রোলবোমা ছুড়ে পালিয়ে যান।
খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫