ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে সরকারি বইবোঝাই ট্রাকসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
আদিতমারীতে সরকারি বইবোঝাই ট্রাকসহ আটক ২

লালমনিরহাট: আদিতমারীতে বিনামূল্যে বিতরণের সরকারি বইবোঝাই ট্রাকসহ দু’জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি গোডাউন সিলগালা করা হয়।



শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ৮টার দিকে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ কসালতলা মোড় থেকে ট্রাকটি জব্দ করে।

এ ঘটনায় আটকরা হলেন- আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারি গ্রামের শরিফুল ইসলামের ছেলে ভাঙারি ব্যবসায়ী সহিদুল ইসলাম (৩২) ও ঢাকার দক্ষিণখান থানার ৬২২ দক্ষিণ গোসাইন এলাকার শামছুদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৪০)।

আদিতমারী থানার উপ পরিদর্শক (এসআই) শাহিন আকতার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম উপজেলার কসালতলা মোড়ের একটি গোডাউনে অভিযান চালান। এ সময় নতুন ও পুরান সরকারি বই একটি ট্রাকে (খুলনা মেট্রো ১১-০১০০) বোঝাই করা হচ্ছিল।

পরে ট্রাকটি তল্লাশি করে ২০১৫ সালের প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই উদ্ধার করে পুলিশ। এ সময় ট্রাকসহ সহিদুল ইসলাম ও আব্দুল মান্নানকে আটক করে। ওই গোডাউন থেকে আরও তিন ভ্যান বই উদ্ধার করা হয়।

আদিতমারী থানার পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুস সোবহান বাংলানিউজকে জানান, বইগুলোর তালিকা করা হয়নি। রোববার সকালে বইগুলোর লিস্ট করে মামলা হবে।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।