ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে একশ’ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
বরিশালে একশ’ মণ জাটকা জব্দ ফাইল ফটো

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকা সংলগ্ন আড়িয়াল খাঁ নদী থেকে একশ’ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে ঢাকাগামী দু’টি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ওই জাটকা জব্দ করা হয়।



কোস্টগার্ড সূত্র জানায়, জব্দ করা জাটকাগুলো পটুয়াখালীর বাউফলের কালাইয়া থেকে এমভি প্রিন্স অব রাসেল-১ ও এমভি প্রিন্স অব রাসেল প্লাস নামে দু’টি লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চ দু’টিতে অভিযান চালিয়ে ওই জাটকা জব্দ করা হয়।

জাটকাগুলো বরিশাল এনে বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হবে বলে কোস্টগার্ড সূত্র জানায়।

বরিশাল কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।