ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

অভিজিৎ হত্যাকাণ্ড

আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে স্বতন্ত্র সাংসদের প্রশ্ন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে স্বতন্ত্র সাংসদের প্রশ্ন

জাতীয় সংসদ ভবন থেকে: অভিজৎ রায় হত্যাকাণ্ড নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী।

তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর ৩ স্তরের নিরাপত্তা বেস্টনির মধ্যে কিভাবে এ ধরণের হত্যাকাণ্ড সংগঠিত হলো।

এভাবেই যদি একের পর এক হত্যাকাণ্ড ঘটে তাহলে আমাদের নিরাপত্তা কোথায়। পুলিশের পদক্ষেপ নিয়ে সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যাখ্যা চান তিনি।

রোববার (১ মার্চ) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। এসময় সংসদে সভাপতিত্ব করছিলেন  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তাহজীব আলম সিদ্দিকী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর তিনস্তরের নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তমনা ব্লগের সম্পাদক প্রকৌশলী অভিজিত রায় নৃশংসভাবে খুন হলো, সে ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যাখার দাবি জানাই।

স্বতন্ত্র  এ সংসদ সদস্য বলেন, এ আঘাত ব্যক্তি অভিজিতের ওপর নয়, মুক্তচিন্তা, মুক্ত মতপ্রকাশ, বুদ্ধিবৃত্তিক চর্চা অধিকারের ওপর আঘাত, বিশ্ববিবেক এবং মনুষ্যত্বের ওপর আঘাত। এভাবে যদি উগ্রবাদীরা বিচারের ঊর্ধ্বে উঠে তাদের এই ঘৃণ্য হত্যাকাণ্ড চালাতেই থাকে তাহলে আমাদের ভবিষ্যত আরও অন্ধকারাচ্ছন্ন হবে।
 
তাহজীব আলম সিদ্দিকী ক্ষোভ প্রকাশ করে বলেন, রক্ষণশীল-উগ্রবাদ-প্রতিক্রিয়াশীল-ধর্মীয় কুসংস্কারাচ্ছন্ন চক্র বারবার চেষ্টা করছে মুক্তচিন্তার পথকে রুদ্ধ করে দেয়ার। মানুষের বাক স্বাধীনতাকে খর্ব করতেই যেন তারা উৎসাহী।
 
তিনি বলেন, বিবর্তনের ধারায় বিকশিত হয় সভ্যতা। এখনো যারা ইসলামের দোহাই দিয়ে পৈশাচিক হত্যাকাণ্ড চালাচ্ছে তারা আসলে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, সহনশীলতার ধর্ম ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করছে। বিশ্ববিবেকের কাছে ইসলামের ভাবমূর্তিকে ভূলুণ্ঠিত করছে। তাই অভিজিত রায়ের হত্যার সঙ্গে জড়িতদের আমি ধিক্কার জানাই। তারা কাপুরুষ, তারা হীনম্মন্য।
 
একইসঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্য অবহেলা ও দায়িত্ব পালনে শৈথিল্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, ঘটনার অতি সন্নিকটে আইন-শৃঙ্খলা বাহিনীর তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী ছিল। এর মধ্য দিয়েই কয়েকজন বিপথগামী উগ্র মৌলবাদী অভিজিতকে খুন করল এবং রীতিমত উধাও হয়ে গেল তা ভাবতেও অবাক লাগে। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?
ক্ষোভ প্রকাশ করে তাহজীব সিদ্দিকী বলেন, উগ্রবাদীরা পরিকল্পিতভাবে একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে, কিন্তু কোন হত্যাকাণ্ডেরই সুষ্ঠু বিচার হচ্ছে না। এভাবে যদি উগ্রবাদীরা বিচারের ঊর্ধে উঠে তাদের এই ঘৃণ্য হত্যাকাণ্ড চালাতেই থাকে তাহলে আমাদের ভবিষ্যত আরও অন্ধকার হবে।

তিনি আইন-শৃৃঙ্খলাবাহিনীর বিতর্কিত ভূমিকার সুষ্ঠু তদন্ত এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এ বিষয়ে বিবৃতি দাবি জানিয়ে বলেন, দেশের সকল প্রগতিশীল এবং মুক্তচিন্তার মানুষকে ভুল বোঝাবুঝির উর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন, আমরা সবাই মিলে মুক্ত বৃদ্ধিবৃত্তিক যুদ্ধে অংশগ্রহণ করি। আমাদের মিলিত শক্তিই পারবে উগ্রবাদী, মৌলবাদী এবং ইসলামের ভুল ব্যাখ্যা প্রদানকারী এই অশুভ শক্তিকে প্রতিহত করতে।
 
এরপর পয়েন্ট অব অর্ডারে কথা বলেন স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী পয়েন্ট অব অর্ডারে বলেন, ভারতে সোয়াইন ফ্লু ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এক হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়ে মারা গেছে। ভারতের সঙ্গে আমাদের দীর্ঘ সীমান্ত রয়েছে। প্রতিদিনই বিভিন্ন সীমান্ত দিয়ে দু’দেশে বিপুল সংখ্যেক মানুষ যাতায়াত করছে। এতে বাংলাদেশেও সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই ভাইরাস প্রতিরোধে সরকার কী ব্যবস্থা নিয়েছে তা দেশের মানুষ জানতে চায়।
 
স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম দেশের প্রবীণ মানুষদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়ে বলেন, অনেক দেশেই প্রবীণদের ‘সিনিয়র সিটিজেন’ ঘোষণা করে অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে কিছু দেয়া হয় না।

প্রবীণদের জন্য বেশি করে প্রবীণ আশ্রয় কেন্দ্র খোলার দাবি জানিয়ে বলেন, প্রবীণদের বাস-ট্রেন-লঞ্চে বিনা ভাড়ায় ভ্রমণ, সংরক্ষিত আসন নির্ধারণ, আলাদা বাস সার্ভিস চালুসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে হবে। কেননা এখন যারা প্রবীণ, তাঁরাই নবীন বয়সে দেশকে অনেক কিছু দিয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

** মুক্তিযোদ্ধাদের বিনা সুদে ঋণ
** আয়ের চেয়ে বকেয়া দেড়গুণ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।