ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

স্বাধীনতার মাস বরণে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
স্বাধীনতার মাস বরণে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে স্বাধীনতার মাস মার্চ।

রোববার (০১ মার্চ) সকালে পৃথকভাবে বরণ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।



এদিন সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ক্বিন সেতু সংলগ্ন শারদা হলের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় রানা, ডেপুটি কমান্ডার আবদুল খালিক প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন আয়োজিত এ শোভাযাত্রায় জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অন্যদিকে সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখা। শোভাযাত্রাটি চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া মুক্তিযোদ্ধা অনুশীলনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে স্বাধীনতার মাস মার্চকে বরণ করে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।