ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ব্যক্তি মালিকানাধীন টেলিফোন

আয়ের চেয়ে বকেয়া দেড়গুণ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
আয়ের চেয়ে বকেয়া দেড়গুণ ফাইল ফটো

জাতীয় সংসদ ভবন থেকে: ঢাকা শহরে ব্যক্তি মালিকানায় টেলিফোন লাইন সংযোগে আয়ের চেয়ে বকেয়াই দেড়গুণ বলে সংসদকে জানিয়েছেন সংসদ কাজে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের।
 
রোববার (০১ মার্চ)  দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।


 
মন্ত্রী জানান, ঢাকা শহরে ব্যক্তি মালিকানায় ৩ লাখ ৮৬ হাজার ৮১০টি টেলিফোন লাইন চালু আছে। ২০১৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এ খাতে সরকারের ২২১ কোটি ৮০ লাখ ৭৩ হাজার  ৪০০ টাকা (ভ্যাট ছাড়া) আয় হয়েছে।
 
তিনি জানান, অন্যদিকে এ সময় পর্যন্ত সরকারি-বেসরকারি গ্রাহকদের কাছে বিটিসিএলে ৩৩৪ কোটি ৭৩ লাখ ১৪ হাজার ৩০০ টাকা (ভ্যাটছাড়া) বিল বকেয়া আছে।
 
এ বকেয়া বিল আদায়ের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।