ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় কমরেড তাজুল দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
খুলনায় কমরেড তাজুল দিবস পালন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় কমরেড তাজুল দিবস পালিত হয়েছে। ১৯৮৪ সালের ০১ মার্চ তৎকালীন এরশাদ সরকারের আমলে নারায়ণগঞ্জে ধর্মঘট সফলের মিছিলে শহীদ হন তিনি।

তাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ছিলেন।

তাজুল দিবস উপলক্ষে রোববার (০১ মার্চ) বিকেলে খুলনা মহানগরীর শহীদ হাদিসপার্কে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

খুলনা ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) যৌথ উদ্যোগে এ স্মরণসভা  অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন টিইউসি’র খুলনা জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা।

ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সাধারণ সম্পাদক মুশফিক তপুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন টিইউসি’র মহানগর সভাপতি রুস্তম আলী হাওলাদার, সাধারণ সম্পাদক রঙ্গলাল মৃধা, জেলা সাধারণ সম্পাদক এইচ এম শাহাদৎ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।