ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ যুবককে এসপি’র আর্থিক অনুদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ যুবককে এসপি’র আর্থিক অনুদান

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে আহত মো. ওমর ফারুক (৩২) নামের এক যুবককে (পুলিশের সোর্স) উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছে পুলিশ।
 
রোববার (১ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান এ অনুদান দেন।



এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, রামগতি থানার ওসি আবুল কালাম আজাদ ও রায়পুর থানার ওসি একেএম মঞ্জুরুল হক আকন্দ।

আহত ওমর ফারুক চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। সন্ত্রাসীদের ধরিয়ে দিতে পুলিশকে সহযোগীতা করায় তাকে গুলি করে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর ৬ ডিসেম্বর রাতে চন্দ্রগঞ্জের লতিফপুর গ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর সদস্যরা ওমর ফারুককে গুলি করে। গুলি তার পেটে বিদ্ধ হয়। দীর্ঘদিন চিকিৎসা নিয়েও সুস্থ্য না হওয়ায় চিকিৎসকরা তাকে ভারতের মাদ্রাজে চিকিৎসার পরামর্শ দেন। এমন পরিস্থিতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠাতে পুলিশের তহবিল থেকে ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।