চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা সাহারপাড়ে ফাহাদ(১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
তারা ইলিয়টগঞ্জ বাজার সংলগ্ন লাজৈর আবু তাহেরের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। ফাহাদ ইলিয়টগঞ্জ বাজারের স্বপন মিয়ার অটোপার্টসের দোকানে চাকরি করতেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর বাসস্ট্যান্ড এলাকায় লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫