ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে হেরোইনসহ এক নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
না’গঞ্জে হেরোইনসহ এক নারী গ্রেফতার ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে রিনা বেগম(৪০) নামের এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

রোববার(১ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে ১শ’ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।

যার আর্থিক মূল্য ১০ লাখ টাকা বলে জানায় ডিবি পুলিশ।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, সানারপাড় এলাকা থেকে রিনা বেগম নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। রিনা বেগম সানারপাড় এলাকার আলাউদ্দিনের স্ত্রী।

রিনা বেগমকে মাদকদ্রব্য মামলায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।