ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে বন্ধুর হামলায় আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
পাঁচবিবিতে বন্ধুর হামলায় আহত ৪

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামে একটি বাইসাইকেল চুরির তথ্য ফাঁস করার ঘটনাকে কেন্দ্র করে তিন বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে অপর বন্ধু আনিছুর রহমান (৩২) সহ আরো তিনজন আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার টিঅ্যান্ডটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।



আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হলে পরে উন্নত চিকিৎসার জন্য দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) স্থানান্তর করা হয়েছে।

আহতরা হলেন-উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের আ. শহীদের ছেলে আনিছুর রহমান (৩২), তার ফুফু তাহেরা (৪৫), তার ছেলে শাহীনুর রহমান ও আনিছুরের ছোট ভাই মুনসুর রহমানের স্ত্রী মাকসুদা (২৫)।

আহতদের মধ্যে আনিছুর ও তাহেরাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পাঁচবিবির কচুর লতি বাজারে একটি বাই সাইকেল চুরি হয়। এ ঘটনায় আনিছুর তার তিন বন্ধু শামীম, ফিরোজ ও রুবেলের নাম প্রকাশ করে। এ খবর জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওই তিন বন্ধু রোববার দুপুরে টিঅ্যান্ডটি পাড়ায় আনিছুরকে একা পেয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়।

আনিছুর সেখান থেকে ছুটে রক্তাক্ত অবস্থায় নিজ বাড়ি পশ্চিম বালিঘাটা গ্রামে গেলে পরিবারের অন্য সদস্যরা তাকে নিয়ে ঘটনাস্থলে যায়। এ সময় ওই তিন বন্ধ‍ু তাদের উপরও হামলা চালায়।  

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাইদুর রহমান বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে আনিছুরের বাম হাতের কবজি ও তাহেরার গলায় ধারালো অস্ত্রের আঘাত গুরুতর হওয়ায় তাদের বগুড়ায় স্থানান্তর করা হয়েছে।  

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে পুলিশ হামলাকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।