বাগেরহাট: বাগেরহাটের রামপালে ধর্ষণ মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এরা হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার খাজুরা গ্রামের সেন্টু (২৮) ও গোলাম রসুল (৩০)।
রোববার (০১ মার্চ) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধারের সময় শুক্রবার রাতে সেলিম নামে এক ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। সেলিম মোল্লা (২৪) গৌরম্ভা গ্রামের আমানত মোল্লার ছেলে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের
গৌরম্ভা গ্রামের একটি বাগান থেকে এক তরুণীকে উদ্ধার করে। সেসময় ঘটনাস্থল থেকে সেলিম নামে এক লম্পটকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শনিবার সাকালে সেলিম ও তার তিন বন্ধু মিলে মেয়েটিকে ধর্ষণ করেছে বলে স্বীকার করে।
রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ওই তরুণী।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫