ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মানুষ হত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
মানুষ হত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: চলমান সহিংসতায় পেট্রোল বোমা ছুঁড়ে মানুষ হত্যার প্রতিবাদে এবং জনসাধারণের স্বাভাবিক নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি প্রতিষ্ঠান প্রোগ্রাম ফর ইকো-সোস্যাল ডেভলপমেন্ট (পেসড)।

রোববার (১ মার্চ) দুপুর ১২টার দিকে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মাহফুজ আরা মিভা’র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় শিশু-কিশোররা অংশগ্রহণ করে।   

বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা থাকা সত্ত্বেও দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হচ্ছে না। হরতাল ও অবরোধ সমর্থকরা একের পর এক ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে যাচ্ছে। আর এসব নাশকতার কাজে ব্যবহার করা হচ্ছে শিশু-কিশোরদের। যা অত্যন্ত জঘন্য কাজ।

এ সময় চলমান সহিংসতা ও নাশকতা দূর করতে সরকারের প্রতি আহবানও জানান তারা।
 
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।