ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় ১ লাখ মিটার কারেন্ট জাল ও রেণু পোনা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
মেঘনায় ১ লাখ মিটার কারেন্ট জাল ও রেণু পোনা জব্দ

ভোলা: ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় এক লাখ মিটার কারেন্ট ‍জাল ও ২০ ড্রাম বাগদা রেণু পোনা জব্দ করা হয়েছে।

রোববার (১ মার্চ) দিনভর অভিযানে চালিয়ে নদী ও যাত্রীবাহী লঞ্চ থেকে এসব জব্দ করে কোস্টগার্ডের সদস্যরা।



সূত্র জানায়, ইলিশের অভয়াশ্রম রক্ষায় তজুমদ্দিন কোস্টগার্ডের একটি দল বেলা ১১টায় মেঘনায় অভিযান নামে। দলটি সন্ধ্যা ৬টা পর্যন্ত মেঘনার শশীঘাট, বাসন ভাঙ্গার চর, চর লাদেন, সোনার চর, রাম প্রসাদ, মহেলখালী, বাগেরখাল, হাকিমুদ্দি ও মির্জাকালুসহ তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে।

পরে ওই জাল মৎস্য কর্মকর্তাদের উপস্তিতিতে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

এদিকে, কোস্টগার্ডের একই দল গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার হাকিমুদ্দিন এলাকায় হাতিয়া-ঢাকা রুটে চলচলকারী এমভি ফারহান-৪ লঞ্চে অভিযান চালায়।

এ সময় লঞ্চ থেকে ২০ ড্রাম (প্রায় এক লাখ পিস) বাগদা রেণু পোনা জব্দ করে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। পরে এ পোনা মেঘনায় অবমুক্ত করা হয়।

‍অভিযানে নেতৃত্বদানকারী তজুমদ্দিন কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার পেটি অফিসার ইব্রাহিম খলিল বাংলানিউজকে জানান, ইলিশের অভয়াশ্রম রক্ষায় কোস্টগার্ড নিয়মিত এ অভিযান পরিচালনা করে আসছে।

মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে মার্চ-এপ্রিল দুই মাস পর্যন্ত ইলিশের অভয়াশ্রম হিসাবে ঘোষণা করা হয়েছে। এ সময়ে ইলিশের প্রজননকাল ও  বেড়ে ওঠা বলে এই দুই মাস নদীতে জাল ফেলা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।