ঢাকা: ভারতের মালদা জেলার মাহাদিপুর বিএসএফ ক্যাম্পে বিজিবি ও বিএসএফ এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০১ মার্চ) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১১টায় ভারতের মালদা জেলার মাহাদিপুর বিওপিতে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও জানান, বৈঠকে উভয় দেশের সংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা, শারীরিক নির্যাতন, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য পাচার, অস্ত্র ও গোলাবারুদ পাচার, অবৈধ সীমান্ত পারাপার রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এসময় বিজিবি’র পক্ষ থেকে সীমান্ত এলাকায় বিএসএফ’র নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যার ব্যাপারে তীব্র প্রতিবাদ জানানো হয়। এছাড়াও সীমান্তে স্থিতিশীল ও নিরাপদ পরিস্থিতি রক্ষায় উভয় দেশের সেক্টর কমান্ডাররা একমত হন।
বিজিবি ও বিএসএফ উভয় পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে সীমান্ত সমস্যা সমাধানে একমত হন। এছাড়াও মালদা-রাজশাহী সেক্টর সীমান্ত এলাকায় বর্তমান শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ব্যাপারে দুই পক্ষই দৃঢ়ভাবে একমত প্রকাশ করেন।
বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা জানান, সীমান্তে যেন কোনোক্রমেই নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যা করা না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ সর্তক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বিএসএফ মালদা সেক্টর কমান্ডার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
বৈঠকে রাজশাহী সেক্টরের ১৩ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ মহাপরিচালক কে এম ফেরদাউসুল শাহাব।
অন্যদিকে, বিএসএফ’র পক্ষে ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালদা সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী রাজ সিং রাঠোর।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫