নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলায় ব্রিজের মোড় এলাকায় ট্রাকের চাপায় নাঈম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম মহাদেবপুর উপজেলার মধুবন গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহাবের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল নাঈম। এ সময় মহাদেবপুর ব্রিজের মোড়ে নওগাঁগামী সাধারণ পরিবহনের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী নাঈমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনার পর চালকসহ ট্রাকটি আটক ও নিহতের মৃতদেহ উদ্ধার করে থানা আনা হয়।
এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫