ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক হকি প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক হকি প্রতিযোগিতা

ঢাকা: বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক হকি প্রতিযোগিতা-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০১ মার্চ) চট্টগ্রাম বানৌজা ঈসাখান আঞ্চলিক ক্রীড়া কমপ্লেক্সে  বানৌজা নির্ভীক-এর ব্যবস্থাপনায় আট দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



এ সময় কমোডর নেভাল অ্যাভিয়েশন কমোডর এম আবু আশরাফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী দিনের খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৯টি দল অংশ নেয়। এদের মধ্যে বানৌজা ঈসাখান ও তিতুমীর দলের মধ্য চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এতে তিতুমীর দলকে ১-০ গোলে পরাজিত করে বানৌজা ঈসা খান চ্যাম্পিয়ন হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।