ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
বগুড়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে ৫ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।   

রোববার (০১ মার্চ) সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (রাজস্ব) হাইয়ুল কাইয়ুম।



সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহান আখতার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হায়াত-উদ-দৌলা খাঁন, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত রহমান, সহকারী কমিশনার (ভূমি) রিভা চাকমা, এরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ মন্ডল, শাখারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিকসহ উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত কমিশনার হাইয়ুল কাইয়ুম বলেন, ভূমি সংক্রান্ত সরকারী সেবাসমূহ সহজতর উপায়ে জনগণের নিকট পৌঁছাতে হবে এবং ভূমির মালিকরা যাতে অযথা হয়রানীর শিকার না হয় সেদিকে সর্বদা দৃষ্টি রাখতে হবে। স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তোলার বিকল্প নেই। এ বিষয়ে গণসচেতনা বাড়াতে হবে। অযথা হয়রানির শিকার হলে অথবা এর প্রমাণ পেলে অপরাধী কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।