ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে তুচ্ছ ঘটনায় যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
রাজধানীতে তুচ্ছ ঘটনায় যুবকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর পুরান ঢাকায় তুচ্ছ ঘটনায় হাতাহাতি করতে গিয়ে রুবেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  
 
সোমবার (০২ মার্চ) রাত ২টার দিকে পুরান ঢাকার বংশাল নাজিরাবাজার চৌরাস্তার জামাইগলির ওহিদ মিয়ার জুতার কারখানার সামনে এ ঘটনা ঘটে।

 
 
আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ৩টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
রুবেল কুমিল্লার নাঙ্গলকোর্ট এলাকার শামছুল হকের ছেলে। তিনি জামাইগলির ওহিদ মিয়ার জুতার কারখানার শ্রমিক।
 
এ ঘটনায় রিয়াজ ও ইউসুফ নামে ওই কারখানার অপর দুই শ্রমিককে আটক করেছে পুলিশ।
 
আটক রিয়াজ ও ইউসুফ জানান, কাজের এক পর্যায়ে রুবেলসহ তারা কারখানার সামনের সড়কে বের হয়। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ধাক্কা খেয়ে রাস্তার ওপর পড়ে যান রুবেল।  
 
এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
রুবেলের চাচা মান্নান জানান, রুবেল বাক প্রতিবন্ধি। তুচ্ছ ঘটনায় হাতাহাতির এক পর্যায়ে পড়ে গিয়ে আহত হন তিনি।  
 
এ ঘটনায় ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশ রিয়াজ ও ইউসুফকে আটক করেছে। মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  
 
বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।