ঢাকা: আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রত্যয়ের মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিতীয় রাজনৈতিক পরামর্শক সভা (ফরেন অফিস কনসালটেশন-এফওসি)।
রোববার (০১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ পরামর্শক সভায় নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মিজানুর রহমান ও সুইস পররাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিব পদমর্যাদার অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি (এশিয়া ও প্যাসিফিক) জোহানস ম্যাটিয়াসি।
২০১২ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে নিয়মিত এই সভা অনুষ্ঠানের জন্য একটি সমঝোতা স্মারক সই হয়। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের মে মাসে ঢাকায় প্রথম সভাটি অনুষ্ঠিত হয়।
এবার দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে দ্বিতীয় সভাটি অনুষ্ঠিত হলো। পরবর্তী সভা সুইজারল্যান্ডের বার্নে অনুষ্ঠিত হবে বলে এবার সিদ্ধান্ত হয়েছে।
এ সভায় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুইজারল্যান্ডকে রোল মডেল হিসেবে দেখতেন। তিনি বাংলাদেশকে এই অঞ্চলের সুইজারল্যান্ড বানাতে চেয়েছিলেন।
আরও বলা হয়, আগামী ৩-৫ এপ্রিল খুলনায় অনুষ্ঠেয় ‘দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ও মানুষের চলাফেরা’ শীর্ষক আঞ্চলিক পরামর্শক সভার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এই সভা আয়োজনে সুইজারল্যান্ড ও নরওয়ে সহযোগিতা করবে।
এছাড়া সভায় বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন, মানবাধিকার, সাংস্কৃতিক বিনিময়, নবায়নযোগ্য জ্বালানি এবং কানেকটিভিটিসহ সার্বিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। দু’দেশই জাতিসংঘ এবং এশিয়া-ইউরোপ মিটিংসহ (আসেম) বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সদস্য হিসেবে অভিবাসন ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছে।
প্রসঙ্গত, সুইস প্রতিনিধি দলের নেতা জোহানস ম্যাটিয়াসি ইতোমধ্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকসহ সুশীল সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার (০২ মার্চ) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন তিনি। চারদিনের সফরশেষে সোমবার বিকেলে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
সফররত সুইস অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি জোহানস ম্যাটিয়াসি রোববার পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে জোহানস ম্যাটিয়াসি বলেন, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। সুইজারল্যান্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী।
এসময় পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে দুই দেশের উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫