ঢাকা: রাজধানীর রামপুরা এলাকায় একটি বাড়ির মালিক আবু তাহেরকে (৭০) খুন করে ডাকাতির ঘটনা ঘটেছে।
আবু তাহের আবসরপ্রাপ্ত ট্যাক্স কর্মকর্তা বলে পরিবারের সদস্যরা জানান।
সোমবার ( ২ মার্চ ) ভোর রাত ৪টায় পূর্বরামপুরা টিভি গেইট এলাকার ৩৪৭ নম্বর রোডের তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় এই ডাকাতি হয়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তরফদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
ওই বাড়ির লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, ভোর রাতে ওই বাড়িতে ঢুকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় ডাকাত দল। এ সময় বাড়ির মালিক আবু তাহের ডাকাতদের বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয়।
এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের লোকজন বৃদ্ধ আবু তাহেরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান ওসি মাহবুবুর রহমান তরফদার ।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫