ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর নর্দায় হরতালকারীদের ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
রাজধানীর নর্দায় হরতালকারীদের ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর ফাইল ফটো

ঢাকা: রাজধানীর নর্দা এলাকার সড়কে ঝটিকা মিছিল করে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে হরতাল সমর্থকেরা।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৯ টায় হরতাল সমর্থকেরা নর্দা এলাকার সড়কে একটি ঝটিকা মিছিল করার পর দুটি বাস, দুটি প্রাইভেট কার এবং একটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে।



এ সময় ক্যামব্রিয়ান বিএসবি ফাউণ্ডেশনের চেয়ারম্যান লায়ন এম কে বাশারের গাড়িতেও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় বলে জানায়, ক্যামব্রিয়ান স্কুলের এক কর্মকর্তা। হামলার সময় লায়ন এম কে বাশার গাড়িতে থাকলেও তিনি আহত হননি বলে জানান ঐ কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী শেখ জাহিদুজ্জামান জানান, ১৫/২০ জনের একটি দল ‘হরতাল, হরতাল...’ শ্লোগান দিয়ে এ হামলা চালায়।

ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌছতেই হামলাকারীরা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।