ঢাকা: রাজধানীর সচিবালয়ের পাশে পরিবহনপুলের গ্যারেজের একটি মাইক্রোবাসে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (২ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে সেখানে আগুন লাগে।
শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর শহিদুল ইসলাম শহীদ বাংলানিউজকে জানান, পরিবহনপুল ভবনের দ্বিতীয় তলায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ-১৪৬১) আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে ফায়ার সার্ভিসের ওসি কন্টোল এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আগুন নিয়ন্ত্রণে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
বাংলাদেশ সময় : ১১৩৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫