ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সচিবালয়ের পাশে গ্যারেজের গাড়িতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
সচিবালয়ের পাশে গ্যারেজের গাড়িতে আগুন ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর সচিবালয়ের পাশে পরিবহনপুলের গ্যারেজের একটি মাইক্রোবাসে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।



সোমবার (২ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে সেখানে আগুন লাগে।

শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর শহিদুল ইসলাম শহীদ বাংলানিউজকে জানান, পরিবহনপুল ভবনের দ্বিতীয় তলায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ-১৪৬১) আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগে ফায়ার সার্ভিসের ওসি কন্টোল এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আগুন নিয়ন্ত্রণে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

বাংলাদেশ সময় : ১১৩৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।