ঢাকা: রাজধানীর মধ্যবাড্ডায় পাঁচতালা বাজারের একটি বাড়িতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন এক যুবক। এ ঘটনায় আরো চার জন আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা আহতদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে আলী হোসেন (২৫) নামে ওই যুবকের মৃত্যু হয়। আহতরা হলেন বিল্লাল (২৫), আকতার (২০), বোরহান (২০) এবং মানিক (২৫)।
ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫