লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা দোয়ানী মোড়ে ভারতীয় ২২০ সিসি প্যালসার মোটরসাইকেলসহ সাহেদ হাসান প্রান্ত (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (১ মার্চ) দিবাগত রাতে বড়খাতা হাইওয়ে পুলিশ তাকে আটক করে।
সাহেদ হাসান প্রান্ত রংপুর শহরের চকবাজার এলাকার সাবেক পুলিশ কর্মকর্তা মৃত আব্দুল করিমের ছেলে।
বড়খাতা হাইওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইব্রহীম মিয়া বাংলানিউজকে জানান, বুড়িমারী থেকে চোরাই পথে একটি মোটরসাইকেল আসছে এমন সংবাদের ভিক্তিতে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে বড়খাতা দোয়ানী মোড়ে অভিযান চালায় হাইওয়ে পুলিশের একটি দল।
এ সময় তারা মোটরসাইকেলটি আটক করে। বৈধ্য কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আরোহী সাহেদ হাসান প্রান্তকে আটক করে পুলিশ।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫