ঢাকা: হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা ও ক্রসফায়ার বন্ধের দাবিতে গাছের ওপর অবস্থান কর্মসূচি পালন করছেন জালাল উদ্দিন মজুমদার নামে এক ব্যক্তি।
সোমবার (৩ মার্চ) সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি কড়ুই গাছের ডালের ওপর উঠে একাই এ কর্মসূচি শুরু করেন তিনি।
জালাল উদ্দিন মজুমদার নিজেকে জাতীয় মুক্তি আন্দোলন নামে একটি সংগঠনের চেয়ারম্যান বলে দাবি করেছেন।
২৪ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালনকালে জালাল উদ্দিন মাথায় লাল-সবুজ পতাকা বেঁধে তার এক হাত লোহার শিকল দিয়ে গাছের ডালের সঙ্গে বেঁধে রেখেছেন। এছাড়া দুইটি ব্যানার, একটি হারিকেন ও এক হাতে হ্যান্ড মাইক নিয়ে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন তিনি।
জালাল উদ্দিন অবস্থান ধর্মঘট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের সংকট সমাধানে আলোচনার আহ্বান জানিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, পেট্রোল বোমা, ক্রসফায়ার, হরতাল, অবরোধ স্থায়ীভাবে বন্ধের দাবিতে গাছের ওপর আমি ২৪ ঘন্টা অবস্থানের সিদ্ধান্ত নিয়েছি। সরকার ও বিরোধী দল সংলাপের কোনো উদ্যোগ না নিয়ে তারা দুইপক্ষই গাছের ওপর উঠে বসে আছে বলে মনে হয়।
যেহেতু সাধারণ প্রতিবাদে সরকার ও বিএনপির দৃষ্টি ফেরানো যাচ্ছে না, তাই তিনি গাছের ওপর উঠেই এই প্রতিবাদ করছেন বলেও জানান জালাল উদ্দিন।
দেশের চলমান সংকট সমাধানে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসকে আলোচনায় বসতে স্মারকলিপি প্রদান করবেন বলেও জানান তিনি।
‘পোড়া মানুষের গন্ধ নাকে আসছে, আমি তো ঘরে ঘুমাতে পারছি না, পোড়া মানুষের আর্তনাদ-চিৎকার কানে আসছে, আমি তো স্বাধীনতা যুদ্ধে এইভাবে মানুষ মরতে দেখি নাই, এর জন্য কি স্বাধীনতা যুদ্ধ করেছি? এ জন্য কি গণতন্ত্র এনেছি? না না না তা হতে পারে না’-সহ ব্যানারে বিভিন্ন স্লোগান তুলে ধরেছেন জালাল উদ্দিন।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫