ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট-চট্টগ্রামের সঙ্গে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
সিলেট-চট্টগ্রামের সঙ্গে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া: চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকায় ত্রুটি দেখা দেওয়ায় সিলেট-চট্টগ্রামের সঙ্গে ঢাকামুখী (আপ লাইন)  ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (০২ মার্চ)  দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।



ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টার মহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার খবর পেয়ে রেলের একটি মেরামতকারী দল ঘটনাস্থলে এসে মেরামত কাজ শুরু করেছেন।

কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫/আপডেট: ১৩২৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।