ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আনসার সদস্যদের বিদ্রোহের ক্ষেত্রেও শাস্তির সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
আনসার সদস্যদের বিদ্রোহের ক্ষেত্রেও শাস্তির সুপারিশ

ঢাকা: বিদ্রোহের ক্ষেত্রে আনসার সদস্যদের জন্যও শাস্তির সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ।

সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশারর‍াফ হোসাইন ভূইঞা।



তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় উত্থাপিত ‘ব্যাটালিয়ন, আনসার (সংশোধন) আইন-২০১৫’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

নতুন খসড়ায় ১৯৯৪ সালের মূল আইনের সঙ্গে দুটি পর্যবেক্ষণ যুক্ত করা হয়েছে। সেগুলো হলো বাধ্যতামূলক অবসর এবং তিরস্কার। এছাড়াও শাস্তি অনুযায়ী, পদোন্নতি স্থগিতকরণ এবং বেতন স্থগিতকরণের কথাও বলা হয়েছে।

এ বাদেও আগের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির নিয়মানুযায়ী, সর্বোচ্চ শাস্তি চাকরি থেকে অব্যাহতি এবং অপসারণের বিধানও বলবৎ থাকবে।

খসড়ায় দুটি অনুশাসন যোগ করেছে- মন্ত্রিপরিষদ। একটি হচ্ছে- বিদ্রোহীদের জন্য যথোপযুক্ত শাস্তির বিধান রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আইনকে অনুসরণ করতে বলা হয়েছে।

মোশাররাফ হোসাইন বলেন, আনসার দুই ধরনের- ব্যাটালিয়ন এবং অ্যামবোডিট। আগে নয় বছর চাকরির পর অ্যামবোডেট আনসারদের স্থায়ী করা হতো। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এ মেয়াদ ছয় বছরে কমিয়ে আনার বিষয়টিও যোগ করেছে মন্ত্রিপরিষদ।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫/আপডেটেড: ১৪০০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।