ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেন কারাগারে আফজাল হোসেন

ঝালকাঠি: একটি চাঁদাবাজির মামলায় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আফজাল হোসেনসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (২ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

এসময় ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাহিদুল ইসলাম তা না মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন খোকন মোল্লা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করছে।

এ মামলায় মেয়র ছাড়াও মেয়রের ভাইয়ের ছেলে সাজ্জাতুল আলম মুন্না ও সোয়ালমান হোসেন নামে এক ব্যক্তিকেও কারাগারে পাঠায় আদালত।

আইনজীবী আনোয়ার হোসেন খোকন মোল্লা বাংলানিউজকে জানান, জেলা শহরের পালবাড়ি এলাকার কবির আহম্মেদ নামে এক ব্যক্তির কাছে পাঁচ লাখ টাকা চাদা দাবি ও ৭৫ হাজার টাকা চাঁদা গ্রহণ করার অভিযোগে ছয় মাস আগে মেয়রসহ ওই তিনজনের নামে আদালতে মামলা করেন ভিকটিম।
 
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।