ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে পোশাকশ্রমিকবাহী বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
শ্রীপুরে পোশাকশ্রমিকবাহী বাসে আগুন ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় পোশাকশ্রমিকবাহী একটি বাসে আগুন দিয়েছেন হরতাল-অবরোধ সমর্থকরা।

সোমবার (০২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার বরমী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দাঁড় করিয়ে রাখা ওই বাসে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

তবে বাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, ময়মনিসংহের ভালুকা উপজেলার মাস্টার বাড়ি নামক স্থানে অবস্থিত সাতচান পোশাক কারখানার শ্রমিকদের বরমী থেকে আনা নেওয়ার কাজে ব্যবহৃত প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়ানো ছিল। কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ ওই বাসে আগুন ধরিয়ে দেন। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে বাসে কোনো যাত্রী না থাকায় কোনো  হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের সদস্য মহিউদ্দিন ফকির বাংলানিউজকে সংবাদটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।