ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে বাক প্রতিবন্ধী এক বৃদ্ধ আহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬০ বছর বলে জানা গেছে।
সোমবার (০২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাক প্রতিবন্ধী ওই বৃদ্ধ পেশায় ভিক্ষুক বলে আমাদের ধারণা। তিনি বাম পায়ে স্প্রিন্টারের আঘাত পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫