ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে শিবির সদস্যসহ আটক ১৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
দিনাজপুরে শিবির সদস্যসহ আটক ১৯ ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিবিরের এক কর্মীসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ।

রোববার দিনগত মধ্যরাত থেকে সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।



দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত কনস্টেবল হাফিজুর রহমান বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিবিরের একজনসহ ১৯ জনকে আটক করা হয়েছে। দুপুরেই তাদের দিনাজপুর আদালতে হাজির করা হবে।

এছাড়া ২০ দলের ডাকা টানা অবরোধ-হরতালে নাশকতামূলক ঘটনা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়া পুলিশের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও নিয়মিত টহল দিচ্ছে। নাশকতাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।