কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, বন্দুক, দু’টি ম্যাগজিন, চার রাউন্ড তাজা গুলি, কার্তুজ ও দু’টি কার্তুজের খোসাসহ সালেহা বেগম (২৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার মৌলভীপাড়ায় এ অভিযান চালানো হয়।
আটক সালেহা একই এলাকার শেখ আহম্মদের স্ত্রী।
পুলিশ জানায়, সালেহার স্বামী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ইয়াবা ব্যবসায়ী। পুলিশের কালো তালিকাভুক্ত পলাতক আসামি শেখ আহম্মদ সম্প্রতি বাড়ি ফেরেন। খবর পেয়ে সকালে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে শেখ আহম্মদ আগেই পালিয়ে যান। এসময় বাড়িতে তাকে না পেয়ে তার স্ত্রী সালেহাকে আটক করে পুলিশ। পরে ওই বাড়ি থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বাংলানিউজকে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫