ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট-চট্টগ্রামের সঙ্গে ঢাকামুখী ট্রেন চলাচল সচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
সিলেট-চট্টগ্রামের সঙ্গে ঢাকামুখী ট্রেন চলাচল সচল ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: এক ঘণ্টা বন্ধ থাকার পর সিলেট ও চট্টগ্রামের সঙ্গে ঢাকামুখী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (০২ মার্চ) দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।



ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টার মহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জান‍ান, এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেল স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকায় ত্রুটি দেখা দেওয়ায় সিলেট ও চট্টগ্রামের সঙ্গে ঢাকামুখী (আপ লাইন)  ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে খবর পেয়ে রেলের একটি মেরামতকারী দল ঘটনাস্থলে এসে চাকার ত্রুটি মেরামত করলে দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।