খুলনা: খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার হারুন-অর-রশিদ খোকনের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (০২ মার্চ) এ উপলক্ষে খুলনা প্রেসক্লাবে সকাল সাড়ে ১০টায় শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও ১১টায় ক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু।
এছাড়া খুলনা সাংবাদিক ইউনিয়নও শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল।
সাংবাদিক হারুন-অর-রশিদ খোকন ২০০২ সালের ২ মার্চ রাতে নগরীর মুজগুন্নি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫