ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে যুবক হত্যার ঘটনায় বসতঘরে অগ্নিসংযোগ-ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
নোয়াখালীতে যুবক হত্যার ঘটনায় বসতঘরে অগ্নিসংযোগ-ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার পশ্চিম মাইজদীতে যুবক হত্যার ঘটনায় সুজাপুর গ্রামের একটি বাড়িতে হামলা চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। এসময় তারা ওই বাড়ির তিনটি ঘরে অগ্নিসংযোগ ও একটি ঘরে ভাঙচুর করে।



সোমবার (০২ মার্চ) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী স্থানীয় মাঝি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ঘরের মালিকরা হলেন- আবদুল হক, মো. মামুন, সাহাব উদ্দিন ও রুবেল।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা বাংলানিউজকে জানায়, সকালে মুখোশধারী অজ্ঞাতপরিচয় ১০-১২ জন যুবক অস্ত্র ও লাঠি নিয়ে পশ্চিম মাইজদীর সুজাপুর গ্রামের মাঝি বাড়িতে হামলা চালায়।

এ সময় আতঙ্কে বাড়ির লোকজন পালিয়ে গেলে হামলাকারীরা ওই বাড়ির দিনমজুর আবদুল হক, মামুন ও সাহাব উদ্দিনের ঘরে অগ্নিসংযোগ ও নিহত যুবক রেদোয়ানের সঙ্গে মোবাইল নিয়ে বিরোধকারী রুবেলের ঘরে ভাঙচুর করে। আগুনে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।

ক্ষতিগ্রস্তদের দাবি, যুবলীগ কর্মী রেদোয়ান হোসেনের হত্যার জেরে তার সমর্থকরা উত্তেজিত হয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার দিনগত রাত সাড়ে ১০টার দিকে পশ্চিম মাইজদীর সুজাপুর গ্রামের তাহের মাস্টারের পোলের গোড়া এলাকার একটি দোকান থেকে ডেকে নিয়ে রেদোয়ান হোসেন নামে এক যুবককে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।