ঢাকা: চলতি ২০১৪-১৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বিদ্যুৎ বিভাগের বরাদ্দকৃত টাকা কাটছাট না করতে পরিকল্পনা কমিশনে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু স্বাক্ষরিত এ চিঠি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে দেওয়া হয়েছে।
চলতি অর্থবছরে এডিপিতে বিদ্যুৎ বিভাগের ৫২টি প্রকল্পের অনুকূলে ৯ হাজার ১৭১ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছিল।
তবে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বিদ্যুৎ বিভাগের ৬৯টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ কমিয়ে মোট ৮ হাজার ৯০৬ কোটি ৮২ লাখ টাকা রাখা হয়। এর মধ্যে ৩ হাজার ৯৮৭ কোটি ৪৭ লাখ টাকা প্রকল্প সাহায্য এবং ৪ হাজার ৯১৯ কোটি ৩৫ লাখ টাকা সরকারি বরাদ্দ।
তবে সংশোধিত এডিপিতে সরকারি বরাদ্দ ৪ হাজার ৯১৯ কোটি ৩৫ লাখ টাকা থেকে ৬১৯ কোটি টাকা কাটছাট করা হয়েছে। এর ফলে সরকারি বরাদ্দ কমে হয়েছে ৪ হাজার ৩০০ কোটি টাকা। এই বরাদ্দ কাটছাট না করতেই বিদ্যুৎ প্রতিমন্ত্রী পরিকল্পনামন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন।
বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা জানান, সরকারি বরাদ্দ এভাবে কমানো হলে প্রকল্পসমূহ বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে। ফলে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। সরকারের ‘ভিশন-২০২১’ অনুসারে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে বিদ্যুৎ বিভাগের অনুকূলে সংশোধিত এডিপিতে বরাদ্দ বৃদ্ধি করা জরুরি।
বিদ্যুৎ বিভাগের পাঠানো চিঠিতে বলা হয়, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে।
পরিকল্পনা মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনের সার্বিক সহযোগিতার ফলে এ খাতে উন্নয়ন সম্ভব হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারি বরাদ্দের ৬১৯ কোটি টাকা যেন কাটছাট না করা হয়।
এ প্রসঙ্গে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. কায়কাউস আহমদ বাংলানিউজকে বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সরকারি অর্থ তহবিল (জিওবি) বরাদ্দ ছিল ৪ হাজার ৯১৯ কোটি ৩৫ লাখ টাকা। এই বরাদ্দ সংশোধিত এডিপিতে রাখার জন্য পরিকল্পনা কমিশনে চিঠি পাঠানো হয়েছে। যাতে করে ৬১৯ কোটি টাকা সংশোধিত এডিপিতে কাটছাট না করা হয়। বিদ্যুৎ বিভাগের প্রকল্পসমূহ বাস্তবায়ন করতে চলতি অর্থবছরে কত টাকা লাগবে তা জানিয়ে আমরা চিঠি পাঠিয়েছি।
এদিকে চলতি অর্থবছরের উন্নয়ন বাজেট থেকে ৮ হাজার ৩১৫ কোটি টাকা কমানো হচ্ছে। এ হিসাবে সংশোধিত এডিপির আকার দাঁড়াবে ৭২ হাজার কোটি টাকা। আগামী ১০ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এটা অনুমোদন দেওয়া হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২০১৩-১৪ অর্থবছরে এডিপির আকার ছিল ৬৫ হাজার ৮৭২ কোটি টাকা। সংশোধিত এডিপিতে তা কমিয়ে ৬০ হাজার কোটি টাকা করা হয়।
বাংলাদেশ সময় : ১৪৩৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫