ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

অভিজিৎ হত্যার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
অভিজিৎ হত্যার প্রতিবাদে জাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

সোমবার (০২ মার্চ) বেলা সোয়া ১১টায় ক্যাম্পাসের শহীদ মিনার পাদদেশে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয় পরিবারের শতাধিক সদস্য অংশ নেন।



মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আফসার আহমদ, অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক নইম সুলতান, অধ্যাপক এটিএম আতিকুর রহমান, অধ্যাপক আহমেদ রেজা, অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, সহযোগী অধ্যাপক রায়হান রাইন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানীসহ বিভিন্ন সাংস্কৃতিক,
সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া বলেন, অভিজিৎ তার একাডেমিক জায়গা থেকে কিছু কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। সেগুলোর পক্ষে কিংবা বিপক্ষে আমরা অবস্থা নিতে পারি। কিন্তু যুক্তিহীনতার চরম শিখড়ে ওঠে আমরা হত্যার মতো জঘন্য কাজে লিপ্ত হচ্ছি। যারা এ ধরণের কাজ করছেন তাদের ঘৃণা জানানোর সময় নেই। তাদের প্রতিহত করতে হবে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রায়হান রাইন বলেন, আমরা মনে করি- এ ধরণের হত্যাকাণ্ডের পিছনে শুধুমাত্র ধর্মীয় উগ্রপন্থী দলগুলো নয়, আরো অনেকগুলো বিষয় দায়ী। এ ধরণের হত্যাকাণ্ড ইতোপূর্বে আরো ঘটেছে, যেগুলোর বিচার হয়নি। এমনকি আসামিরা জামিনে মুক্তিও পেয়েছেন।

মুক্তমনা ব্লগে অভিজিৎ-কে আগেই হুমকি দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ এই বিষয়টি কখনই আমলে নেয়নি।

অধ্যাপক এটিএম আতিকুর রহমান বলেন, যুক্তি-বুদ্ধি ও মেধা দিয়ে সমাজ পরিবর্তনের জন্য অভিজিৎ রায় কাজ করে যাচ্ছিলেন। হতে পারে অন্ধকারের শক্তি তাকে হত্যা করেছে। কিন্তু এই ঘটনার দায় সরকার এড়াতে পারে না।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।