ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে মদপানে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
পলাশবাড়ীতে মদপানে ৩ জনের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অতিরিক্ত মদ পান করে তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (০২ মার্চ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে একজন, রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে একজন এবং ঘটনাস্থলে অপর একজনের মৃত্যু হয়।



তারা হলেন, উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের মতিলাল দাসের ছেলে মুখলাল দাস (৩৮), বগুড়ার সূত্রাপুর এলাকার লক্ষন লাল দাসের ছেলে রবিলাল দাস (৩৫) ও রংপুরের শাপলা চত্ত্বর এলাকার জাগারাম রবিদাসের ছেলে ভাসানী রবিদাস (৪০)।

স্থানীয়রা জানান, জেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামে মুখলাল দাসের মেয়ের বিয়ে উপলক্ষে শনিবার রাতে তারা একাত্রিত হন। ওই রাতে অতিরিক্ত মদ পান করে তারা অসুস্থ হয়ে পড়েন। এ সময় ঘটনাস্থলেই মুখলাল দাসের মৃত্যু হয়। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হয়।

পরে সোমব‍ার ভোর ৫টার দিকে চিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রবিলাল দাস ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভাসানী রবিদাসের মৃত্যু হলে বিষয়টি প্রকাশ পায়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।