নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পৃথক স্থান থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আদিল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জানা যায়, সোমবার (০২ মার্চ) দুপুর ১২টায় শহরের নিতাইগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৩টি ককটেল উদ্ধার করে পুলিশ। পরে পাশের একটি বাড়ির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় আরো তিনটি ককটেল উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সব ঘটনায় আদিল নামের একজনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫